চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ একটি স্বাধীন দেশ। অনেক রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে মিশে বসবাস করে আসছে। বাঙালির এই ঐতিহ্য হাজার বছরের। যেকোন মূল্যে আমাদের এই ঐতিহ্য ধরে রাখতে হবে। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল নগরীর কোরবাণীগঞ্জ বলুয়ারদীঘি পাড়স্থ অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে পার্বতী সুহৃদ মাতার তিরোধান উৎসবের ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ। অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরিষদের যুগ্ম সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ ও পলাশ কান্তি নাথ রণীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। আশীর্বাদক ছিলেন সীতাকুÐ ¯্রাইন কমিটির মোহন্ত শ্রীমৎ স্বামী ল²ীনারায়ণ কৃপানন্দ পুরী। বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম ও নিলু নাগ। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বক্তব্য রাখেন অজয় কুমার বণিক, আশুতোষ দে, প্রকৌশলী হারাধন আচার্য্য, লায়ন রবিশংকর আচার্য্য, রতন আচার্য্য, ছাবের আহমদ, সুভাষ চন্দ্র দাশ, সাধন চৌধুরী, নরেশ চন্দ্র হালদার, সরোজ গুহ, সমীর কর, সুজিত সিংহ গণেশ, রুমকী সেনগুপ্ত, অতশী রানী দাশ, কবরী রক্ষিত, গোপাল বিশ্বাস, অরুন চক্রবর্তী, রফিকুল আলম বাপ্পী, সুকুমার জলদাস, আহমদ মোহাম্মদ ইমু, উজ্জ্বল পাল চৌধুরী, উজ্জ্বল চক্রবর্তী, শংকর আচার্য্য প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের ১ম পর্বে শিব্বির আহমদ বাহাদুরের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন বাগীশিক সাংস্কৃতিক ফোরাম ও বসুন্ধরা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। ২য় পর্বে বেতার ও টিভি শিল্পী গীতা আচার্য্য, শিউলী মজুমদার, পাপড়ী ভট্টাচার্য্য, প্রিয়া ভৌমিক, মৌসুমী চৌধুরী ও নৃত্য শিল্পী প্রিয়া সরকার সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। খবর বিজ্ঞপ্তির