রাঙামাটি জেলার বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে দুর্ধব চাকমা (৪৫) নামে জেএসএস এর সংস্কারপন্থী এক নেতা নিহত হন। এ সময় তার স্ত্রীও আহত হন। গতকাল বুধবার রাতে উপজেলার রুপকারি ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত দুর্ধব চাকমা রুপকারি ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বারের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা গুলি করলে তা দুর্ধবের পায়ে লাগে। এতে তিনি নিহত হন। দুর্ধব চাকমা জেএসএস সংস্কার পন্থী নেতা।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ মঞ্জু জানান, শুনেছি উপজেলার রুপকারী গ্রামে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। বিস্তারিত জেনে বৃস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে রওনা দিবে।