বাঘাইছড়িতে তিনজনকে অপহরণ

41

রাঙামাটির বাঘাইছড়িতে অস্ত্রের মুখে শিক্ষকসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন উপজেলার উগোলছড়ি গ্রামের থালমনি চাকমার ছেলে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক পূর্ণ বিকাশ চাকমা (৬৫), জীবতলী গ্রামের চন্দ্র লাল চাকমার ছেলে সমিরণ চাকমা (৩৮) ও মধ্যম বাঘাইছড়ি গ্রামের বিপুলেশ্বর চাকমার ছেলে মেরিন চাকমা (৩৭)। বাঘাইছড়ি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, একদল সশস্ত্র লোক অতর্কিত হানা দিয়ে নিজ বাড়ি থেকে ওই তিন জনকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। ঘটনার জন্য জেএসএসকে (মূল) দায়ী করছে পুলিশ ও অপহৃতদের পারিবারিক সূত্র।
সূত্রমতে, অপহৃতরা জেএসএস (এমএন লারমা) গ্রূপের সদস্যের আত্মীয়। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর বলেন, মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।