রাঙামাটি ও বাঘাইছড়ি প্রতিনিধি
“পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ মুক্তার হোসেন সোহেল এবং সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম সম্পাদক আব্দুর রহমান।
প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম। প্রধান বক্তা ছিলেন বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন।
এছাড়া মোঃ ইলয়াস, নুরুজ্জামান, রাফসান হোসেন মাসুদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী, সাধারণ জনগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বাঘাইছড়িবাসীর প্রতি চরম বৈষম্য করা হয়েছে। স্বজনপ্রীতির মাধ্যমে উপজাতীয় গোষ্ঠীর মধ্যে নামে-বেনামে কোটি কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়ে লুটপাট করা হচ্ছে।
বক্তারা উদাহরণ হিসেবে উল্লেখ করেন, সাজেকের উদয়পুর এলাকায় কফি ও কাজু বাদাম চাষের নামে প্রায় তিন শতাধিক ব্যক্তিকে সাড়ে চার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে, অথচ বাস্তবে সেখানে ওই সংখ্যক উপকারভোগী নেই।











