রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম বøক বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০টি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় জানান স্থানীয়রা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বিজিবি সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, রাতে আগুন লাগার কারণে কোন দোকান থেকে মালপত্র বের করা সম্ভব হয়নি। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই বিভিন্ন এনজিও, ব্র্যাক ব্যাংক ও গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। এখন তাদের কি অবস্থা হবে?
বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে।