রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের উপ জাতীয় বিষয়ক সম্পাদক নিকোলাস চাকমা ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। শনিবার সকালে বাঘাইছড়ি উপজেলার মুসলিম বøক বাজারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের উপ জাতীয় বিষয়ক সম্পাদক নিকোলাস চাকমা ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলার সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গত ২১ মে ২০২৫ শনিবার রাত দেড়টার সময় বিদ্যুৎ শটসার্কিট হতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।