বাগোয়ান ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

1

রাউজান প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাউজান কলেজ মাঠে জনসভা সফল করার লক্ষ্যে বাগোয়ান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ১৪নং বাগোয়ান ইউনিয়ন বিএনপির অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা সেলিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক ইউসুফ তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভি। বিশেষ বক্তা ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর। সভা সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মুরাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক, জিয়াউর রহমান, এম ইয়াকুব আলী, কাশেম মেম্বার, সাবেক ছাত্রনেতা আব্দুর শুক্কুর, হাসান মুরাদ, নূরনবী, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাজু, ছাত্রদল নেতা পারভেজ, নাজিম উদ্দিন নাজু, টিটু চৌধুরী, নাছির উদ্দিন, মাহবুব আলম, জমির হোসেন, ইলিয়াস তালুকদার, সাজ্জাদ হোসেন, একরাম খান, আলতাফ হোসেন টুটুল, জনি, ইয়াকুব ও রনি প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিনটি জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। বক্তারা সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে রাউজান কলেজ মাঠের জনসভাকে ঐতিহাসিক করে তুলতে আহবান জানান।