বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা

1

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের তত্ত¡াবধানে ও বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সার্বিক সহযোগিতায় বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা উপজেলার ৩টি কেন্দ্রে একযোগে গত ২৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবরা হলেন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সেন্টারে কেন্দ্র সচিব উজ্জ্বল শীল, সহকারি কেন্দ্র সচিব শ্রীবাস বৈষ্ণব, হল সুপারভাইজার মাস্টার রনজিত চক্রবর্তী, সহকারি হল সুপারভাইজার ডা. প্রশান্ত দত্ত রায়, ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ সেন্টারে কেন্দ্র সচিব মাস্টার পার্থ ঘোষ, সহকারি কেন্দ্র সচিব সনজিত দে, হল সুপারভাইজার মাস্টার টিটু মহাজন, সহকারি হল সুপারভাইজার সাধন নাথ, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় সেন্টারে কেন্দ্র সচিব প্রভাষক রুপন দাশ, সহকারি কেন্দ্র সচিব মাস্টার বাবুল দেব, হল সুপারভাইজার যীশু দত্ত, সহকারি হল সুপারভাইজার ডা. রাজিব দত্ত। বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন কুমার বণিকের সার্বিক তত্ত¡াবধানে, প্রধান পরীক্ষা সমন্বয়ক মানস চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুপক দে’র পরিচালনায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী, ফটিকছড়ি উপজেলা সংসদের সাবেক সভাপতি ডা. সুব্রত চৌধুরী, পৃষ্ঠপোষক প্রিয়রঞ্জন ভট্টাচার্য্য, কর্মকর্তা অপু দে, অমর দে, ছোটন নাথ, বাসব দে, ডেন্টিস্ট সুজন দে, ডা. জকি দাশ, ডা. মানিক নাথ, ফটিকছড়ি উপজেলা পূজা পরিষদের সভাপতি রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, সাবেক আহবায়ক কমিটির সদস্য সজল পাল, কর্মকর্তা রুপন ভৌমিক, জয় দে, কাজল শীল, ডা. প্রতাপ রায়, রবিন পাল, রবি দে, ফটিকছড়ি জুয়েলারি সমিতির সভাপতি স্বপন কুমার ধর, ফটিকছড়ি পৌরসভা পূজা পরিষদের সভাপতি ডা. অজিত চন্দ্র দে, প্রধান শিক্ষক রনজিত ভট্টাচার্য্য মনি, ডা. বিশ্বনাথ দে, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ রায়, বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদের সিনিয়র সহ-সভাপতি সাধন কান্তি নাথ, যীশু শীল, জোতিষ প্রদীপ আচার্য্য, পিন্টু শীল, নারায়ন নাথ, ডা. সুজন কান্তি নাথ, রাজিব নাথ, সম্পদ দে, তাপস নাথ, পাইন্দং ইউনিয়ন সংসদের মাস্টার দেবাশীষ দে, কাঞ্চন নগর ইউনিয়ন সংসদের বিকাশ দে, ডা. প্রকাশ দে, আকাশ গোয়ালা, সেতু নাথ, পিন্টু নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি