বাগীশিক দক্ষিণ জেলা সংসদের শ্রীমদ্ভগবদগীতা প্রশিক্ষণ কর্মশালা শুরু

34

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের উদ্যোগে মাসব্যাপী শ্রীমদ্ভগবদগীতা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত ১ নভেম্বর শুক্রবার সকালে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ।
বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা সংসদের উপদেষ্টা চন্দন দাশ। মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। কর্মশালায় অংশ নেন- অধ্যাপক শিপুল কুমার দে, শিক্ষক রূপক শীল, রূপন মহাজন, প্রকৌশলী সুভাষ গুহ, সজীব মজুমদার, অধ্যাপক জয়া দত্ত, শিমুল দাশ, উজ্জ্বল শুক্লদাশ, সত্যপ্রিয় শীল, পুলক চৌধুরী, ডা. শিবু চক্রবর্ত্তী, জয়রাজ শীল, জয়রাম শীল মিশু. অ্যাড. সঞ্জয় দে, সুজিত নাথ, বাবলু দাশ, রূপন ধর, বিক্রম শীল, খোকন নাথ, শুভ চক্রবর্ত্তী, শ্যামল বৈদ্য সবুজ, লিটন দাশগুপ্ত, পোপন দাশ, অ্যাড. উৎপল দাশ, প্রিয়তোষ সরকার রাসু, অ্যাড. রাজীব সুশীল প্রমুখ। বিজ্ঞপ্তি