বাগীশিক উত্তর জেলার গীতা পরীক্ষা

164

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০১৮ প্রতি বছরের ন্যায় এ বৎসরও ২৫ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টার সময় চট্টগ্রাম উত্তর জেলাধীন সাতটি উপজেলায় একযোগে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় চট্টগ্রাম উত্তর জেলাধীন সাতটি উপজেলার ১২টি কেন্দ্রে প্রায় ৪ হাজার ছাত্রছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষায় স্ব স্ব উপজেলার প্রশাসনিক ও সনাতনী নের্তৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পরীক্ষা পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন হাটহাজারী উপজেলা, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড মহাবিদ্যালয়, কলেজ গেইট, সচিব প্রকৌশলী আনন্দ দেবনাথ, উপ-সচিব ছোটন দাশ, সব্যসাচী বিশ্বাস, ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বিবিরহাট, ফটিকছড়ি সদর, সচিব অর্জুন কুমার নাথ, উপ-সচিব নিকু শীল, রূপক পাল, ফটিকছড়ি উপজেলা, ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ভুজপুর, ফটিকছড়ি, সচিব অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, উপ-সচিব অ্যাডভোকেট জুয়েল চক্রবর্তী, টিটু মহাজন, ফটিকছড়ি উপজেলা, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, ভুজপুর, ফটিকছড়ি, সচিব সুজন চক্রবর্তী, উপ-সচিব রাসকিন চৌধুরী, সন্ধীপ উপজেলা, এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, এনাম নাহার থানা, সন্ধীপ, সচিব জুয়েল চক্রবর্তী, উপ-সচিব দীপ্ত রায়, রাঙ্গুনিয়া উপজেলা, সাহাব্দীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পারুয়া, রাঙ্গুনিয়া, সচিব রুবেল চক্রবর্তী, উপ-সচিব সুনীল শ্যাম, সচিব সুভাষ চক্রবর্তী, মীরসরাই উপজেলা, সরকারহাট উচ্চ বিদ্যালয়, নিজামপুর, মীরসরাই, সচিব বিপ্লব পাল চৌধুরী, উপ-সচিব আশীষ কুমার দে, মিরশ্বরাই উপজেলা, মিরশ্বরাই পাইলট উচ্চ বিদ্যালয়, মিরসরাই সদর, মীরসরাই, সচিব সুমন কুমার নাথ মিন্টু, উপ-সচিব অনিল চন্দ্র নাথ, মিরশ্বরাই উপজেলা, চিনকি আস্তানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বারৈয়ারহাট, মিরশ্বরাই, সচিব সবুজ, উপ-সচিব উজ্জ্বল চন্দ্র দে, সীতাকুন্ড উপজেলা, বিবেকানন্দ বিদ্যা নিকেতন, গিরিশ ধর্মশালা, সীতাকুন্ড, সচিব অ্যাড. অমল চৌধুরী, উপ-সচিব পরিমল চন্দ্র দাশ। উক্ত পরীক্ষা কেন্দ্রে ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাবুল দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিহির দে। এতে পরীক্ষা পরিদর্শন করেন স্ব-স্ব উপজেলার প্রশাসনিক কর্মকতা ও বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, পৃষ্ঠপোষক সজল বরণ সেন, কেন্দীয় সহ-সভাপতি ঝন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন দাশ, অ্যাড. শুভাশীষ শর্মা, চন্দন দাশ, বিকাশ চৌধুরী, উত্তর জেলার উপদেষ্টা মিলন কান্তি শর্মা, অধ্যক্ষ মিলন দেবনাথ, উত্তর জেলা সভাপতি অমৃতলাল দে, বিপ্লব চৌধুরী, সঞ্জয় চক্রবর্তী, সুমন দেবনাথ, মাষ্টার শিবু দাশ, প্রকোশলী আনন্দ দেবনাথ, অর্জুন নাথ, নিকু শীল, টিটু মহাজন, অ্যাড. জুয়েল চক্রবর্তী, ছোটন দাশ, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, রুপক পাল, জুয়েল চক্রবর্তী, উজ্জ্বল চন্দ্র দে, সুভাষ চক্রবর্তী, রুবেল চক্রবর্তী, ডা. সুব্রত চৌধুরী, রুপক দেব, নারায়ণ গৌস্বামী, গঙ্গাপদ গৌস্বামী, চন্দন নাথ, মিল্টন চক্রবর্তী, প্রভাষ ধর, বিপ্লব নন্দী, উৎপল দে, প্রিয়তোষ নাথ, পরিমল চন্দ্র দাশ, রাজকীন চৌধুরী, অনিল চন্দ্র নাথ, সমন্বয় শুভাশীষ চৌধুরী, আহবায়ক প্রিয়াশীষ চক্রবর্তী, শ্যাম সুন্দর বৈষ্ণব, ডা. বাসু ধর, মানস চক্রবর্তী, কৃষ্ণ প্রসাদ দে, গৌবিন্দ্র প্রসাদ মহাজন, বাবলা কুমার দে, প্রভাষক রূপক দাশ, সুমন বণিক, আদিত্য সৈকত, উজ্জ্বল দাশ প্রমুখ। এতে বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ, মহানগর সংসদ, চট্টগ্রাম উত্তর জেলা সংসদ, উত্তর জেলাধীন সাতটি উপজেলা সংসদের নেতৃবৃন্দ ও উপদেষ্টা পৃষ্ঠপোষকমন্ডলী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি