বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উদ্যাপন

60

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি ভূখন্ডের জন্ম দিয়েছি। আমরা পেয়েছি লাল সবুজ পতাকা। আমরা পেয়েছি মহান বিজয়। এ বিজয়ের সুফল সমাজের সর্বত্রই ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিতে হবে গরীব-দুঃখী, মেহনতী মানুষের ঘরে ঘরে। শুক্রবার বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ কর্তৃক স্কুল প্রাঙ্গণে আয়োজিত মহান বিজয় দিবস উদ্যাপন, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কুলের চেয়ারম্যান ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হারুণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এয়ার মুহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলমগীর ফারুক, বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য নুরুল আবছার।
স্কুলের শিক্ষিকা বীথিকা বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস, সালমা খাতুন, বৈশাখী পাল, তাজুল ইসলাম, পিন্টু দত্ত, মুহিব উদ্দীন সোহেল, সুলতানা বেগম, রমা রাণী সরকার, দিপ্তী দে প্রমুখ। পরিশেষে দেশ, জাতি ও মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি