করোনা পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের নিজ উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন তুলাতুলি এলাকায় বস্তিবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত কোন মানুষ পাওয়া যায়নি। এটা আমাদের জন্য স্বস্থির বিষয় এবং এজন্য সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না যে, করোনার সংক্রমণের মাত্রা কত ব্যাপক। একটু অসতর্কতা অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের আরো বেশ কিছুদিন ধর্য্য ধরে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সরকারেরও সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে যাতে কর্মহীন মানুষগুলো অর্থাভাবে অভুক্ত না থাকে। অনেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান সাধ্যমত সহযোগিতায় এগিয়ে আসছে। এতে অন্তত দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা হয়ে যাবে। এ সময়ে ধর্য্যরে সাথে পারস্পরিক সংস্পর্শ এড়িয়ে চলতে পারলে সুদিন অবশ্যই ফিরে আসবে। এ মহামারী থেকে মুক্তি পেতে প্রকৃতিই আমাদের সহযোগিতা করবে। এজন্য সবার আগে নিজেকে সচেতন হতে হবে, সুস্থ থাকতে হবে। এভাবে নিজে সুস্থ থেকে অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা ফরিদ নেওয়াজ, আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ বাহাদুর, যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা সাইফুল করিম, যুবলীগ নেতা মোস্তফা কামাল দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি