বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

1

নগরীর বাকলিয়া শহীদ এন.এম.এম.জে. ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। এবং ৩০ জানুয়ারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র সদস্য আলহাজ¦ মো. জাকের হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. নুরুল আলম রাজু, অধ্যাপক মো. রবিউল হাছান চৌধুরী, অধ্যাপক মো. নাজিম উদ্দীন প্রমুখ। বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও ইভেন্ট সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আবদুল আলিম আজাদ এবং ক্রীড়া কমিটির আহŸায়ক বিশ^কর শর্মা ভাষ্কর। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক খাদিজা বেগম, অধ্যাপক মুহাম্মদ আবদুল কাইয়ূম, অধ্যাপক নাসরিন আক্তার, অধ্যাপক খোন্দকার ছাদেক মাহমুদ, অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসাইন, অধ্যাপক শাহিনুর বেগম, অধ্যাপক সাইমন নাহার চৌধুরী, অধ্যাপক মনিকা ধর, অধ্যাপক জয়শ্রী নাথ, অধ্যাপক রাবেয়া মাহমুদ, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ফারহানা জান্নাত চৌধুরী, অধ্যাপক শারমিন আকতার চৌধুরী, অধ্যাপক ঝুমুর খাস্তগীর, ছৈয়দ আহমদ সিকদার, আশীষ দস্তিদার ও প্রভাষক মো. বদরুদ্দোজা প্রমুখ।