বাকলিয়া থানা তাঁতীদলের কার্যালয় উদ্বোধন

1

চট্টগ্রাম মহানগর তাঁতীদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মালেকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদে মাগরিব নগরীর বাকলিয়া আফগান মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন। এসময় মেয়র বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে দেশ পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে চসিক মেয়রকে সংবর্ধনা ও বাকলিয়া থানা তাঁতীদলের অফিস কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চসিক মেয়র। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নবনির্বাচিত সদস্য গাজী সিরাজ, কামরুল ইসলাম, থানা ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দসহ চট্টগ্রাম মহানগর তাঁতীদলের আহŸায়ক সেলিম হাফেজ, সদস্য মনিরুজ্জামান মুরাদ ও যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি