চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন ভালো পরিবেশ। একটা সময় ছিল যখন ফাঁকা জায়গা, খেলার মাঠ এবং স্কুল-কলেজের খেলার চত্বর খেলাধুলার কর্মকান্ডে মুখর থাকত। শুধু পাঠদানের মধ্যেই একটি বিদ্যালয়ের কার্যক্রম সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে যেসব চর্চার প্রয়োজন, তা নিশ্চিত করতে হয়। তিনি গতকাল ২৭ ফেব্রæয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১ টায় নগরীর চকবাজার বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি নেতা আলহাজ্ব নাছির মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হাজি এমরান উদ্দিন, বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা বেগম, বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক, আশরাফুল আলম, মধুসূদন দাশ, রাজীব পাল, নাসরিন আখতার, জেসমিন আখতার, গোলাম রহমান, জান্নাতুল ফেরদৌস, শামিম আরা সুলতানা, আবু সিদ্দিক, আওলাদ হোসেন সহ স্কুলের ছাএীবৃন্দ।