নিজস্ব প্রতিবেদক
নগরীর বাকলিয়া থানাধীন মদিনা মসজিদের সামনের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে লামা বাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে দু’টি পৃথক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকান্ডের সৃষ্টি। তবে, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।