চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে একটি গণকবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর চর চাক্তাই স্কুল মাঠ কাউন্সিলর কার্যালয়ের সামনে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ ইয়াছিন চৌধুরী আছু। বক্তব্য রাখেন মৌলানা মোশারফ হোসেন, ইউনুছ চৌধুরী হাকিম, মৌলানা মোহাম্মদ ইউছুফ, মো. সুমন, আবুল মিয়া, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ জালাল, শফিক, জাকির, কামাল, এরশাদ, মজিবুর রহমান, মন্নান, আজিজুল হক, আলহাজ আবদুল মন্নান খান, হাজী আবু বক্কর সুলতান, ছানাউল কাদের চৌধুরী ছানি, মোহাম্মদ কানু মিয়া, মো. মনির হোসেনসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ড সবচেয়ে জনবসতিপূর্ণ এলাকা। আমরা লক্ষ্য করেছি, জনসংখ্যা বেশি হওয়ার কারণে এ এলাকার মানুষের চাহিদাও অন্যান্য এলাকার চেয়েও বেশি। এর মধ্যে অন্যতম প্রধান চাহিদাটি হলো একটি গণকবরস্থান প্রতিষ্ঠা করা। আমরা প্রত্যাশা করছি, জেলা প্রশাসক গণকবরস্থানের জন্য উল্লেখিত পরিত্যক্ত জায়গাটি অনুমোদন করে এলাকাবাসীর মনের আকাক্সক্ষা পূরণ করবেন করবেন। বিজ্ঞপ্তি











