নিজস্ব প্রতিবেদক
নগরীর বাকলিয়া থানার বগার বিল এলাকায় আগুনে পুড়েছে ৫টি দোকান। গতকাল বুধবার ভোর ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ভাঙারি ও স্টিলের জিনিসপত্রের দোকান রয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভাঙারি দোকানসহ প্রায় ৫টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এ দুর্ঘটনায় আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।