বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্পের কথা’

0

নগর সভ্যতার ব্যস্ত জীবনে এক পলকের দুর্ঘটনায় কেমন করে একটি সুন্দর সংসার ধূলিসাৎ হয়ে যায়, সেই বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্পের কথা’। সত্যজিৎ নন্দী এবং অভিনব নন্দী নিবেদিত এবং সত্যজিৎ মোশন পিকচারস-এর প্রযোজিত এই চলচ্চিত্রটির সার্বিক সহযোগিতায় ছিলেন স্টার ফেয়ার ফ্যাশন এন্ড কালচারাল ট্রেনিং ইনস্টিটিউট এবং আশরাফুল ইসলাম।
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি কাহিনি ও চিত্রনাট্য করেছেন আল ইমরান, আর নির্মাণ করেছেন জনপ্রিয় তরুণ নির্মাতা বড়ুয়া সীমান্ত। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইমরান ও প্রিয়ন্তী। একটি নিটোল প্রেমের সুন্দর মুহূর্ত কীভাবে একটি অনাকাক্সিক্ষত দুর্ঘটনার কারণে ভেঙে চুরমার হয়ে যায়Ñ এই হৃদয়স্পর্শী বাস্তবতাকে তুলে ধরে সচেতনতার বার্তা পৌঁছে দিতেই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। স¤প্রতি চট্টগ্রামের বিভিন্ন মনোরম লোকেশনে এর চিত্রধারণ সম্পন্ন হয়েছে। সিনেমেটোগ্রাফিতে ছিলেন আহমেদ জামিল আবরার ও রক জার্মান ডায়েস, প্রযোজনা সহযোগী হিসেবে ছিলেন সায়েম উদ্দিন।
এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাজিম মামুন, মৈত্রী, তন্ময়, মান, নিশাত, সারা এবং আরও অনেকে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামী ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউব চ্যানেল ঝধঃুধলরঃ গড়ঃরড়হ চরপঃঁৎবং-এ মুক্তি পেতে যাচ্ছে।