ক্রীড়া প্রতিবেদক
আরব আমিরাতে বেশ ক’বছর ধরেই বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন চট্টগ্রামের এফএমসি গ্রæপ এর কর্ণধার ইয়াছিন চৌধুরী। আবুধাবি টি-টেন লিগে সমীহ জাগানো টিম হিসেবেই খেলে আসছে বাংলা টাইগার্স। গত মাসে কানাডার গ্লোবাল টি-টেন লিগেও খেলে এসেছে এয়াছিন চৌধুরীর দল। দলটির সামনে রয়েছে আরো তিনটি টুর্নামেন্ট।
এ মাসেই জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় জিম-আফ্রো টি-টেন লিগে খেলবে বাংলা টাইগার্স। এরপর আবুধাবীতে টি-টেন লিগ এবং ডিসেম্বরে শ্রীলংকায় লংকান টি-টেন লিগেও খেলবে বাংলা টাইগার্স। লঙ্কা টি-টেনে তারা অংশ নেবে বাংলা টাইগার্স হামবানটোটা নামে। আর জিম-আফ্রো টি-টেন লিগে দলটির নাম হবে জোবার্গ বাংলা টাইগার্স।
জিম-আফ্রো টি-১০ লিগের জন্য বেশ শক্তিশালী দল গড়েছে বাংলা টাইগার্স। এরই মধ্যে বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে কুশাল পেরেরা, হজরতুল্লাহ জাজাই, ক্রিস লিন, লুক উড, আসালঙ্কা, এডাম মিল্স, করিম জানাতের মতো তারকাদের। প্রতিটি দলে ন্যূনতম ১৬ জন খেলোয়াড় থাকবেন যার মধ্যে লোকাল অর্থাৎ জিম্বাবুয়ের থাকবেন কমপক্ষে ৬ জন। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর বসবে এই আসর। সবগুলো ম্যাচই হবে হারারাতে।
বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ এয়াসিন চৌধুরী বলেন, বড় স্বপ্ন নিয়েই বাংলা টাইগার্সের যাত্রা। সে স্বপ্নীল যাত্রার অংশ হিসেবে আমরা সংযুক্ত আরব আমিরাতের পর কানাডায় খেলেছি, এবার শ্রীলঙ্কা আর আফ্রিকাতেও পা রাখতে যাচ্ছি। এটা আমাদের দল, বাংলাদেশের জনগণের দল। তিনি বলেন, দেশের ক্রিকেট কাঠামো ঠিক হলে আমরা বিপিএলেও অংশ নিতে আগ্রহী। যেখানে চট্টগ্রামের ক্রিকেটার ও কর্মকর্তাদেরই আধিক্য থাকবে। দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাফির ইয়াসিন চৌধুরী জানান, আমরা বিশ্বের যেখানেই যাচ্ছি বাংলাদেশের পতাকাকে উপরে তুলে ধরছি। শুধু যে আমরা দল নিয়ে যাচ্ছি তা কিন্তু না। বেশ ভাল দল নিয়ে যাচ্ছি এবং ভাল ফল নিয়ে আসছি। যার মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনছি আমরা।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট এয়াছিন চৌধুরী ব্যবসার পাশাপাশি একজন মেধাবী ক্রিকেট সংগঠক হিসেবেও চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে আলোড়ণ সৃষ্টি করেছিলেন। তার এফএমসি স্পোর্টস এর সাফল্য ছিল চোখে পড়ার মত। তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নেয় কুচক্রীরা, তার দলটিকে নিষিদ্ধ করা হয় সিজেকেএস কর্তৃক। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের ক্রিকেট। শুধু ক্রিকেটাঙ্গনে নয়, চট্টগ্রামে তার ব্যবসা বাণিজ্যকেও ধ্বংস করার অপচেষ্টা হয়েছে। তবে তিনি দমে যাননি। চট্টগ্রাম ছেড়ে গেলেও দেশের নামটিকেই সবার উপরে স্থান দিয়ে বিদেশের মাটিতেও বাংলাদেশের পতাকা উড্ডীন রেখেছেন। বাংলা টাইগার্স নামে তার ক্রিকেট টিম আলো ছড়াচ্ছে বিশ্বব্যাপী।