সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, অন্যায়-অবিচার আর বৈষম্যহীন, কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তায়ালা আইয়ামে জাহেলিয়াতের যুগে রাসূলকে (সা.) প্রেরণ করেছিলেন। রাসূল (সা.) অন্ধকার যুগে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরাও সেই রাসূলের দেখানো পথেই মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে আসছি। কিন্তু আবু জাহেলের উত্তরসুরিরা আমাদেরকে দমিয়ে রাখার জন্য আমাদের উপর যুগের পর যুগ অত্যাচার-নির্যাতন করেছে। ২০২৪ সালের জুলাই থেকে ৫ আগস্ট দেশের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাজা রক্ত দিয়ে আমাদের ফ্যাসিস্ট মুক্ত করেছে। পালিয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা।
গত শনিবার রাতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা মাদ্রাসা প্রাঙ্গণে প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহ্ফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সামশুজ্জামান হেলালী।
ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হামিদ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহ্ফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন ড. বিএম মফিজুর রহমান আজহারী। বিশেষ ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নেজাম উদ্দিন ও কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী।
শাহজাহান চৌধুরী আরো বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা এখন আবার ট্রাম্পকে ব্যবহার করে দেশে আসার স্বপ্ন দেখছেন। আমরাও বসে আছি তুমি আসো। তুমি আসলেই হাজারো ছাত্র-জনতাকে হত্যা, নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় তোমাকে আইনের মুখোমুখি করা যাবে।
স্থানীয় রাজনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, কাঞ্চনা এওচিয়ার দুই সাবেক চেয়ারম্যান এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছেন। আমি তাদের হুঁশিয়ার করছি। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম মানুষ সহ্য করবে না।