বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্ট সুযোগ পাননি রিশাদ-মিরাজ সাকিবের উইকেট

1

স্পোর্টস ডেস্ক

লাহোর কালান্দার্সে বাংলাদেশের তিন জনের মধ্যে কেবল একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। তাও গ্রেফ এক ওভার করেছেন এই অলরাউন্ডার।
ওই ওভারেই নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে আর নামার প্রয়োজন পড়েনি অবশ্য। কারণ, করাচি কিংসের দেওয়া ১৯১ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে যায় লাহোর, জয় পায় ৬ উইকেটে। এই জয়ে টিকে থাকল লাহোর কালান্দার্সের ফাইনালে যাওয়ার আশা। আগামীকাল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।