স্পোর্টস ডেস্ক
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিছিয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ। তাতে বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিতেও পরিবর্তন হয়েছে। নতুন সূচিতে তারিখ এখনও জানাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরমধ্যে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বোর্ডটি। পাকিস্তান দলে নেই অভিজ্ঞ তিন- বাবর আজম, শাহিন আফ্রিদি ও নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সিরিজে অধিনায়কত্ব করবেন সালমান আলী আঘা। দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরেছেন বাঁহাতি ওপেনার সাইম আইয়ুব। ফিরে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন স্পিন-অলরাউন্ডার শাদাব খান। সিরিজ দিয়ে অভিষেক হতে চলেছে পাকিস্তান দলের সাদা বলের নতুন কিউই কোচ মাইক হেসনের।
পাকিস্তান স্কোয়াড :
সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।