সাবেক জাতীয় সাইক্লিস্ট ও সিজেকেএস কাউন্সিলর আবু হেনা মোস্তফা কামাল টুলু বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল সাইক্লিং ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। ১৯ সদস্যের এ কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামকে সভাপতি করা হয়েছে। উল্লেখ্য, জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় একাধিকবার স্বর্ণপদক জিতেছেন সাবেক কৃতি সাইক্লিস্ট আবু হেনা মোস্তফা কামাল টুলু। এছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাতীয় দলের ম্যানেজার ও বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। পূর্ববর্তী কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে টুলু কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামে সহকারী কমিশনার হিসেবে কর্মরত আছেন।
এদিকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্লাব সমিতির পক্ষ থেকে আহবায়ক মোজাম্মেল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী আবু হেনা মোস্তফা কামাল টুলুকে অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি