বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এর ২০২৪-২০২৫ সালের কমিটি গঠিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে মো. আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে এ কে এম মুফাসসিরুল হক নির্বাচিত হন। নতুন কমিটিতে মোট ১৯ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এই কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি স¤প্রসারণ ও তথ্য ব্যবস্থা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জামশেদ আলম। বিজ্ঞপ্তি