শেয়ারবাজারে ধারাবাহিক পতনের ফলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের মূলধন হারাচ্ছেন। এ অবস্থায় যদি দ্রæত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। গত ১২ মে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করেন মার্চেন্ট ব্যাংকাররা। মতবিনিময় সভা শেষ বিএমবিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএমবিএ’র সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ’র সভাপতি মাজেদা খাতুন।
এতে বিএমবিএ’র সহ-সভাপতি, মহাসচিব, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন ও অন্যান্য নেতৃবৃন্দ শেয়ারবাজার স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
সভায় উপস্থিত সদস্যরা গত ২৪ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠিতে উল্লেখিত নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময়সীমা ও কর্ম পরিকল্পনার উপর আলোচনা করেন। মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে সমন্বয় করতে সময় বাড়াতে বিএসইসির কাছে আবেদন করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি