বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ-এর সভাপতি মাজেদা খাতুন। এছাড়া, প্রথম সহ-সভাপতি মো. রিয়াদ মতিন, দ্বিতীয় সহ-সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ, কোষাধ্যক্ষ ইফতেখার আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যরা মতামত প্রদান করেন। আলোচনাকালে বিএমবিএ-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাজারের উন্নয়নে করণীয় বিষয়েও দৃষ্টিভঙ্গি বিনিময় করা হয়। সভাপতি মাজেদা খাতুন বলেন, বিএমবিএ পুঁজিবাজারের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের জন্য সব স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সভা শেষে বিএমবিএ নেতৃবৃন্দ একটি গতিশীল, সুসংগঠিত ও উন্নয়নমুখী পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল সদস্য ও স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতার আহবান জানান। বিজ্ঞপ্তি