বাংলাদেশ বুদ্ধ কীর্তনিয়া পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ২৭ ডিসেম্বর কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়ার সভাপতিত্বে পটিয়া কেন্দ্রীয় বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধ্যাপক শান্তপদ বড়ুয়া ও শিক্ষক তাপস বড়ুয়ার সঞ্চালনায় সভা উদ্বোধন করেন অধ্যক্ষ রতনানন্দ স্থবির। স্বাগত বক্তব্য দেন ব্যাংকার কনক বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি ও সংগঠক রুবেল বড়ুয়া। বক্তব্য দেন শাক্যব্রত বড়ুয়া, অনুপ বড়ুয়া, নীলরতন বড়ুয়া, ইন্দ্রসেন বড়ুয়া, রূপেস মুৎসুদ্দি, সরিৎ চৌধুরী ও শোভন বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে ১০ জন কীর্তনিয়া ও কীর্তন সহযোগীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, বৌদ্ধ দর্শন চর্চায় কীর্তনিয়াদের ভূমিকা অনন্য, তাই কীর্তন চর্চায় প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি