কলেজিয়েট স্কুল মাঠে গতকাল বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের আমন্ত্রণে ২টি খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক মহসিন আলী বাদশা, আবু বক্কর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক তারকা ফুটবলার মোঃ আবু বক্কর। প্রথম খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমী অনূর্ধ্ব ১৪ দল ৪-২ গোলে আবু বক্কর ফুটবল একাডেমি অনূর্ধ ১৪দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মোঃ আসাদুজ্জামান আতাউল, কৃপান্ত দাস, মোঃ শুভ ও মোহাম্মদ সাহেল ১টি করে গোল করেন। বিজিত দলের মোহাম্মদ জিসান ও মোহাম্মদ তহিদ গোল করেন। দ্বিতীয় খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাব সিনিয়র দল বনাম আবু বক্কর ফুটবল একাডেমি খেলাটি ০-০ গোলে ড্র হয়।