চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সামনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা জিয়াউর রহমানের সৈনিকেরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিপ্লব ও সংহতি দিবসের চেতানা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তুলবো। ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন ও র্যালিপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের জাঁতাকল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ যেন আবার নতুন করে স্বাধীন হয়েছে। দীর্ঘদিন আমাদের দেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, মৌলিক অধিকার-এসবের অস্তিত্ব যেন নিঃশেষিত হয়ে গিয়েছিল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আরো একটি নতুন বাংলাদেশ গড়া প্রত্যয় ঘোষণা করছি। এসময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরূপ বড়–য়া, মোহাম্মদ আলী সাকি, মো. হুমায়ুন কবির, মো. সেলিম, ইকবাল পারভেজ, মো. এরশাদ হোসেন, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, আসাদুর রহমান টিপু, সাইফুদ্দিন মো. মারুফ, জাফর আহমেদ খোকন, তানভীর মল্লিক, নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, মোহাম্মদ আলী, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, আসাদুজ্জামান রুবেল প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি