বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিল

1

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, পরিবহন সেক্টরে একদল চাঁদাবাজ পালিয়ে গেছে। তাদের শূন্যস্থানে আরেকদল মানুষ চাঁদাবাজি শুরু করেছে। চাঁদাবাজদের দৌরত্মে পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষরা জিম্মি হয়ে পড়েছে। আমরা বিশ^াস করি চাঁদাবাজরা কোন দলের নয়। তারা দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ উদ্ধার করে। তাই এসব চাঁদাবাজদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। গত ৮ মার্চ চট্টগ্রামের একটি মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিবহন শ্রমিক ফেডারেশনের মহানগর সভাপতি কামাল উদ্দিন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আকবারশাহ থানা আমির আব্দুল হান্নান চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, সিএনজি অটো রিকশা শাখার সভাপতি বসির আহমদ, শ্রমিকনেতা আব্দুল কাদের ও দেলোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি