বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিক্ষোভ মিছিল

1

গত ১১ এপ্রিল বাদ জুমা ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল্লামা এনামুল হক কুতুবী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে গণহত্যা চালিয়ে বিশ্বমানবতাকে পদধলিত করে বিশ্বমুসলিমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। অচিরেই বিশ্ব রাষ্ট্রপ্রধানগণ দ্রæত উদ্যোগ গ্রহণ করে গণহত্যা ও যুদ্ধ বন্ধ করুণ। তিনি আরও বলেন বাংলাদেশের মুসলমানগণ ইসরাইল, আমেরিকা ও ভারতীয় পণ্য বর্জন ও বাংলাদেশে আমদানী নিষিদ্ধের দাবি জানিয়েছেন। গাজায় ফিলিস্তিনি জনগণের মানবাধিকার রক্ষায় বিশ্বের সকল মানবাধিকার সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আনোয়ার হোসাইন রব্বানী’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিলপূর্ব প্রতিবাদ সমবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মহানগর নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়া, প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ, মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক কে.এম. আলী হাসান, শ্রমিক সম্পাদক মাওলানা হারুন নিজামী, অর্থ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, ছাত্রনেতা আমান উল্লাহ প্রমুখ। উক্ত বিক্ষোভ মিছিলটি আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সেগুন বাগান মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাফেজ তৈয়ব’র মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়। বিজ্ঞপ্তি