ব্লাইন্ড ক্রিকেট দলের প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান গতকাল বিকালে জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আবাহনীর পরিচালক আলহাজ মো. সেলিম নবী ও ভারত ব্লাইন্ড ক্রিকেট এসোসিয়োশনের জেনারেল সেক্রেটারী জন ডেভিড। চিটাগাং ডিজঅ্যাবল স্পোর্টিং ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক অজয় কুমার রেড্ডী, জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, চিটাগাং ডিজঅ্যাবল স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও ক্রিকেটারবৃন্দ। ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় এবং দ্বিতীয় ধাপে চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলনের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুশীলনে ভারতীয় জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক অজয় কুমার রেড্ডী ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক ও প্রধান প্রশিক্ষক সানোয়ার হোসেন অনুশীলনের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।-বিজ্ঞপ্তি