বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সন্দ্বীপের কমিটি ঘোষণা

4

সন্দ্বীপ প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৪ অক্টোবর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদনক্রমে সভাপতি রবিউল হাসান ও সাধারণ সম্পাদক সাবিত চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে আহব্বায়ক, আরাফাত হোসেন জিদানকে সদস্য সচিব করে মোট ১৮ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পুরো কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কমিটির অন্যরা হচ্ছেন ওমর ফারুক ভূঁইয়া , ইমতিয়াজ পাশা , ফয়েজ রাব্বি ,আশিকুর রহমান,আরমান হোসেন, সদস্য–রিফাত আবিদ, নিহাদ হোসেন, আবদুর রহিম, আইজান খান, সোহেল হোসেন, ফরহাদ উদ্দিন, মো. মাসুম, রায়হান, তালহা, সাকিব, আরাফাত।