বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের শোক সভা

53

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ কর্তৃক শোক সভা ও আর কে রুদ্রের পরিবারকে অনুদানের চেক হস্তাস্তর- গত ২৬ শে অক্টোবর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ কর্তৃক বিভাগীয় কার্যালয় অডিটোরিয়ামে এসোসিয়েশনের কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের মৃত সম্মানিত কর্মকর্তাদের উদ্দশ্যে খতমে কোরান, মিলাদ মাহফিল ও কর্মকর্তা আর কে রুদ্রের পরিবারকে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা ও কবি মোঃ কামরুল ইসলাম। এসোসিয়েশন কার্যালয়ে লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিকেএ কেন্দ্রীয় মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম কারাগার পরিদর্শক আব্দুল মান্নান,কেন্দ্রীয় শিক্ষা সচিব বদরুল ইসলাম কনক, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব রেহান উদ্দিন, হাটাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ার ম্যান শামিমা আফরিন মুক্তি,বিভাগীয় সচিব কে এস আজিম। প্রধান অতিথি বলেন, শিক্ষাখাতে বেসরকারী মাধ্যমে মান সম্মত ও গুণগত শিক্ষা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বদ্ধ পরিকর। শিক্ষা বিস্তারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন যেমন বর্তমান জনবান্দব সরকারকে সহযোগিতা করছে তেমনি কোন কঠোর নীতি আরোপ না করে বাংলাদেশ সরকার কিন্ডারগার্টেন এসোসিয়েশনকে সহযোগিতা করবে এবং এটাই কাম্য বলে প্রধান অতিথি আশা করেন। প্রধান আলোচক মো. দিদারুল ইসলাম বলেন প্রতিটি কিন্ডারগার্টেন প্রতিটি শিশুর মেধা বিকাশে এখন থেকে যত্নবান হবেন। বিজ্ঞপ্তি