বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের স্মরণসভা

37

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি মুহাম্মদ বশির ও সাবেক সেক্রেটারি আর.কে রুদ্রের মৃত্যুতে তাঁদের স্মরণ উপলক্ষে ২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক স্মরণসভা অধ্যাপক নুরুল বশর ভূঁইয়া সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট মুহাম্মদ ছমিউদ্দিন, কেন্দ্রীয় শিক্ষা সচিব বদরুল হাসান কনক, কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সচিব খন্দকার রেহান উদ্দিন, সাবেক কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল লতিফ, বি.কে.এ চট্টগ্রাম‘র সাবেক সভাপতি এম.কে বড়ুয়া, অধ্যক্ষ এস.এম দিদারুল আলম। যুগ্ম সম্পাদক লুৎফর রহমান আলম এবং সাবেক সাধারণ সম্পাদক এম.কে দাশের সঞ্চালনায় অনুষ্টিত এসভায় স্বাগত বক্তব্য রাখেন, বি.কে.এ চট্টগ্রাম’র সহ সভাপতি কবি ও সাংবাদিক মো: সাজেদ ইকবাল। আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ লুবনা হুমায়ুন, অধ্যক্ষ তোফায়েল আজম, অধ্যাপক শামশেদ সাত্তার, অধ্যক্ষ আবেদা সুলতানা চৌধুরী, জেসমা আক্তার, জসিম উদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ সোহরাব হোসেন, অধ্যক্ষ মো: রাশেদ, অধ্যক্ষ নুরুল আবছার, জাহাঙ্গীর সেলিম, মো. ইকবাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মরহুমের পরিবারদ্বয়ের প্রতি সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেন। সভা শেষে মরহুমের পরিবারদ্বয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি