স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে বসেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। ১৭০ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো করলেও একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষপর্যন্ত ৩২ রানের হারে শিরোপা হাতছাড়া করে টাইগার এইচপি দল। মাররারা ক্রিকেট গ্রাউন্ডে রোববার টসে জিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক আকবর আলী। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে বিগ ব্যাশের দল অ্যাডিলেড। জবাবে সবগুলো উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৩৭ রানে থামে বাংলাদেশ।