গত ১০ মে চট্টগ্রাম প্রেসক্লাব এস. রহমান হলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক কাউন্সিল সংগঠনের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামীর সভাপতিত্বে দপ্তর সম্পাদক মাস্টার বদিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব এডভোকেট মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল। নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা এম এ. মাবুদ, প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। দাপ্তরিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ইউনুচ তৈয়বী, অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ,মাওলানা আবু তাহের নেজামী, মাওলানা এখলাছুর রহমান আল কাদেরী, আবদুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন মাওলানা নুরুছাফা আল কাদেরী, হাফেজ নুরুল আলম, কাজী হানিফ, বেলাল হোসেন, মাওলানা নুরুল কবির রেজভী, মহিন উদ্দিন মনির, মাহাবুবুল আলম আল কাদেরী, কে. এম নুর উদ্দিন চৌধুরী, মাওলানা ফজল আহমদ, আলাউদ্দিন খান প্রমূখ। কাউন্সিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা ইউনুচ তৈয়বী যুক্তিবাদীকে সভাপতি, অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদকে সিনিয়র সহ-সভাপতি, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীকে সাধারণ সম্পাদক, মাস্টার ইউসুফ কোম্পানিকে সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হক সওদাগরকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৭ সেশনের জন্য দুই বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি