বাংলাদেশে ধর্মের নামে কোনো বিভাজন হবে না : ধর্ম উপদেষ্টা

1

সাতকানিয়া প্রতিনিধি

বাংলাদেশে ধর্মের নামে কোনো বিভাজন হবে না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সকলেই বাংলাদেশি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করব এবং বিশ্বের দরবারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করব। মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মূলভিত্তি। ধর্ম মানুষকে বিভক্ত করে না, বরং ন্যায়, ভালোবাসা ও সহযোগিতার শিক্ষা দেয়।
গতকাল শুক্রবার বিকেলে সাতকানিয়া উপজেলার বড়ুয়া পাড়ায় পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বৌদ্ধ ট্রাস্টি বোর্ডের সদস্য রাজীব কান্তি বড়ুয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বৈশাখী বড়ুয়া এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামশুজ্জামান, থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাওছার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বৌদ্ধ ভিক্ষুরা।