বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলবে না জিম্বাবুয়ে

27

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির সদস্যপদ স্থগিত হয়ে যাওয়ার পর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বিপাকেই পড়েছে। সরকারের সরাসরি হস্তক্ষেপের দায়ে আইসিসির সভায় সর্ব সম্মতিক্রমে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়। এ কারণে বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসতে অপরাগতা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের জন্য আইসিসির অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাস্তবায়নও এখন সম্ভব নয়। ফলে সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর বাতিল করতে হচ্ছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ভবিষ্যতও এখন অনিশ্চিত।
এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, আসন্ন মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতাগুলো আয়োজনের সামর্থ্য আমাদের নেই। ভবিষ্যৎ সফরসূচির সিরিজ খেলার কিংবা অন্য আন্তর্জাতিক সিরিজের প্রতিশ্রুতি পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়।