স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের সফরে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। উইমেন’স প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে এসেছেন সাজানা সাজিভান ও সোবহানা আশা। হারমানপ্রীত কৌরের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই আগামী ২৩ এপ্রিল টাইগ্রেস ডেরায় আসবে ভারত। দলে ফিরেছেন দায়ালান হেমলাথা ও রাধা ইয়াদাভ। পিঠের চোটে বাদ পড়েছেন জেমিমা রড্রিগেজ। ৯ মাস বাদে আবার সফরের কারণ এবছর টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সিরিজটির কারণে বিশ্বকাপের আগে দুদলেরই হবে জুতসই প্রস্তুতি। সব ম্যাচই সিলেটে। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুদলের প্রথম টি-টুয়েন্টি।
একদিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। এ ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টুয়েন্টি হবে ২মে, ৬মে ও ৯মে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টুয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ ম্যাচ শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ১০মে ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে। ভারত স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দায়ালান হেমলাথা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা ইয়াদাভ, দিপ্তি শার্মা, পুজা ভাস্ত্রাকার, আমাঞ্জত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং, তিতাস সাধু।