ফেইসবুকের মত টুইটারও বাংলাদেশের নির্বাচন ঘিরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। টুইটার কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, বাংলাদেশ থেকে খোলা ওই ১৫টি অ্যাকাউন্ট ‘সমন্বিতভাবে তথ্য জালিয়াতিতে’ ব্যবহার করা হচ্ছিল। খবর বিডিনিউজের
কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য টুইটারের সেইফটি বিভাগ প্রকাশ করেনি। তারা বলছে, টুইটারের সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে ওই ১৫টি অ্যাকাউন্ট চিহ্নিত করে বন্ধ করার ব্যবস্থা নিয়েছে তারা।
টুইটার সেইফটি এক টুইটে লিখেন, “প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে আমাদের মনে হচ্ছে, এসব অ্যাকাউন্টের কয়েকটির সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া লোকজনের সংশ্লিষ্টতা থাকতে পারে।”
যেসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তার বেশিরভাগের ‘ফলোয়ার’ সংখ্যা ৫০ এর কম ছিল জানিয়ে টুইটার বলেছে, তাদের তদন্ত এখনও চলছে এবং এর ভিত্তিতে ভবিষ্যতে আরও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফেইসবুকও বৃহস্পতিবার একই কারণে নয়টি পাতা ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানায়।
ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করে আসা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে বাংলাদেশি ১৫টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয় বলে ফেইসবুক কর্তৃপক্ষ জানায়।
আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে, তার আগে ইন্টারনেটে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে সরকার ও বিরোধী উভয় শিবির থেকে অভিযোগ করা হচ্ছিল।