বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শান মাসুদই থাকছেন স্বাগতিক দলের অধিনায়ক। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সৌদ শাকিলকে। পাকিস্তান ‘এ’ দলের নেতৃত্বেও থাকছেন তিনি।
পেসার শাহিন শাহ আফ্রিদি দলে থাকলেও সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।