নভেম্বরে ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি এই সিরিজে খেলা হচ্ছে না ভারতের অধিনায়ক বিরাট কোহলির! এমন খবরই জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। টানা খেলতে থাকার ধকল সামলাতে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আসন্ন এই সিরিজে। গত মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে টানা খেলেছেন কোহলি। অধিনায়ক টানা খেললেও দলের অনেক ক্রিকেটারই এই সময়ে বিশ্রাম নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন শেষ হবে ২৪ অক্টোবর। কোহলি টি-টোয়েন্টি সিরিজে না খেললেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। ইন্দোরে প্রথম টেস্টের পর ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কলকাতায়।
অস্ট্রেলিয়ার কোচিং
প্যানেলে হাসি
ক্রিকেটার হিসেবে একসময় দুজন অস্ট্রেলিয়াকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য। মাইক হাসি ও রায়ান হ্যারিস আবার অস্ট্রেলিয়া দলে ফিরছেন নতুন ভূমিকায়। তাদের সামনে এবার চ্যালেঞ্জ, টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সাফল্য খরা ঘোচানোয় অবদান রাখা। ওয়ানডেতে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে এখনও স্বাদ পায়নি বিশ্ব জয়ে। আগামী বছর ঘরের মাঠে অধরা বিশ্বকাপ জিততে মরিয়া অস্ট্রেলিয়া এই সংস্করণে বোলিং কোচের দায়িত্ব দিয়েছে সাবেক পেসার হ্যারিসকে।