পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলতে গেছে বাংলাদেশ। সিরিজের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে আরব আমিরাত। স্বাগতিকদের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ ওয়াসিম।
ইথান ডি সুজা এবং মতিউলাহ খানকে দলে রাখা হয়েছে। সিরিজের মাধ্যমে অভিষেক তাদের। হায়দার আলীও ১৫ সদস্যের দলে ঢুকেছেন, যার আন্তর্জাতিক পর্যায়ের সাথে এখনও পরিচয় ঘটেনি। আজ ১৭ মে প্রথম টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতি দিয়ে ১৯মে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি। দুটি ম্যাচই হবে শারজায়। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সংযুক্ত আরব আমিরাত দল
মোহাম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, আয়ান খান, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, মোহাম্মদ জাওয়াদউলাহ, মাতিউলাহ খান, হায়দার আলি, ইথান সোজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিসান শারাফু, সাগির খান, সিমারজিত সিং।