বাংলাদেশের ফুটবল উন্নয়নে আর্জেন্টিনা-বাফুফে চুক্তি

1

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের পর থেকেই এই দেশে ভালো কিছু করার পরিকল্পনা জানায়। এই ব্যাপারে কথা বলেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও। তিনি জানান, দেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলা ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন। গতকাল সকালে যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উদ্বোধনের সময় একথা বলেন। একই অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শামস-উল-হুদা ফুটবল একাডেমির ‘ভাষা সৈনিক মুসা ভবনের’ উদ্বোধন করেন আর্জেন্টিনার এম্বাসেডর মারসেলো কারলোস সিসা। তাবিথ আউয়াল বলেন, আমরা চাই, শামস্-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে, তাতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। বাফুফে সভাপতি আরও বলেন, বাফুফের অন্তর্ভূক্ত রয়েছে ২২২টি একাডেমি। গ্রাসরুটস লেভেলে আমাদের খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এসব ফুটবলারের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই।
এসময় স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান অতিথি মি. মারসেলো কারলোস সিসা বলেন, বাংলাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা হয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশে ফুটবলের সফলতা আসবে।