পূর্বদেশ ক্রীড়া ডেস্ক
শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে স্রেফ ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শুরুর এই ধাক্কা সামলে দলকে পথ দেখান সাইম আইয়ুব ও সাউদ শাকিল। দুইজনেই পান ফিফটির দেখা। এর মধ্যে আইয়ুব বিদায় নিলেও ব্যাট চালাচ্ছেন শাকিল। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে প্রথম দিন পার করেছেন তিনি।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দিন শেষে ৫৭ রানে অপরাজিত আছেন শাকিল। আর রিজওয়ান অপরাজিত আছেন ২৪ রানে।
বাংলাদেশ সময় সকাল ১১টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় তা মাঠে গড়িয়েছে বিকেল ৩টায়। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই পায় উইকেটের দেখা। চতুর্থ ওভারে হাসান মাহমুদের তৃতীয় ডেলিভারি ¯িøপে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দেন আবদুল্লাহ শফিক। ১৪ বলে ২ রান করে বিদায় নেন তিনি।
তিনে নামা শান মাসুদ ঠিকঠাক দাঁড়াতে পারেননি। শরিফুলের বল খেলতে গিয়ে উইকেরক্ষকের হাতে তুলে দেন ক্যাচ। শুরুতে বাংলাদেশের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। তবে রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলান আম্পায়ার। বিষয়টি অবশ্য মেনে নিতে পারেননি ১১ বলে ৬ রান করা মাসুদ। তার যুক্তি ছিল প্যাডে লেগেছে বল।
চারে নামা বাবর আজমকে শূন্য রানে ফিরিয়ে দেন শরিফুল। তার দেওয়া ডেলিভারি অনসাইডে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষকের হাতে। ঝাপিয়ে দারুণ এক ক্যাচ নেন লিটন দাস। দ্রুত ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন আইয়ুব ও শাকিল।
চতুর্থ উইকেটে ৯৮ রান যোগ করেন এই দুই ব্যাটার। ঠান্ডা মাথায় খেলতে থাকা আইয়ুব ফিফটির দেখা পান ৭৬ বলে। তবে ৯৮ বল খেলে আর ৬ রান যোগ করেই বিদায় নিতে হয় তাকে। হাসান মাহমুদের বল ¯িøপে মেহেদি হাসান মিরাজের কাছে ক্যাচ তুলে দিয়ে উইকেট হারান পাকিস্তানি ওপেনার।