বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন ফাহমেদুল

1

স্পোর্টস ডেস্ক

গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে ছিলেন তরুণ প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার।
এবার অবশ্য দেখা গেছে ভিন্ন ছিত্র। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু হওয়ার আগেই জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন প্রতিভাবান এই ফরোয়ার্ড। আর তাতেই তাকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নতুন উন্মাদনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ভালোবাসা ও সমর্থনে আপ্লুত ফাহমেদুল নিজেই জানিয়েছেন নিজের অনুভূতি। তিনি বলেন, ‘এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। এখন শুধু মাঠে নামার অপেক্ষা, খেলতে মুখিয়ে আছি। ’
এর আগে গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেকেই নজরকাড়া পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন আরেক প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। হামজার পথ ধরেই এবার জাতীয় দলে জায়গা করে নিচ্ছেন আরও কয়েকজন প্রবাসী ফুটবলাররা। কিউবা মিচেল, শমিত শোমসহ অন্যান্য প্রবাসী খেলোয়াড়দের জন্যও জাতীয় দলের দরজা এখন অনেকটাই উন্মুক্ত।
আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে রয়েছে প্রস্তুতি ম্যাচ। এই দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একই গ্রুপে থাকা ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট সমান, ফলে বাছাইপর্বে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচই এখন জীবন-মরণ যুদ্ধের মতো। এমন গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়া ফাহমেদুলের অভিষেক হয়ে যেতে পারে যে কোনো ম্যাচেই।