‘বাংলাদেশের ক্রিকেটাররা এখন অনেক পরিণত’

53

ঘরের মাঠে টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেললো বাংলাদেশ। প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে, এরপর ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও টেস্ট সিরিজ জিততে পারেনি টাইগাররা। সিরিজের ফল ছিল ১-১। সেই আক্ষেপ দূর হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। দুই ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজও জিতে নেয় স্বাগতিক দল। টি-টোয়েন্টিতে অবশ্য শেষ হাসি হাসতে পারেনি। তবু দলের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
গতকাল শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘সব কিছু মিলে দলের পারফরম্যান্স অবশ্যই সন্তোষজনক। আমাদের সন্তুষ্টির কারণ, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ভারসাম্য এসেছে। আগামী সিরিজে এবারের অভিজ্ঞতা কাজে লাগবে।’
নান্নুর বিশ্বাস, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাংলাদেশের অনেক প্রাপ্তি, ‘টানা দুটি সিরিজ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। কয়েকজন তরুণ খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। টেস্টে যাদের ফর্ম খানিকটা পড়ে গিয়েছিল, তারা ফিরে পেয়েছে নিজেদের। তরুণ ও অভিজ্ঞদের উজ্জ্বল পারফরম্যান্স অবশ্যই এগিয়ে যেতে কাজে লাগবে।’
বাংলাদেশ দলের পরের মিশন নিউজিল্যান্ডে, আগামী ফেব্রুয়ারি-মার্চে। নিউজিল্যান্ডের মাটিতে কখনো জিততে পারেনি টাইগাররা। ২০১৬-১৭ মৌসুমে সর্বশেষ সফরে তো টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিনটি সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছিল। তবে এবার ইতিবাচক ফলের আশা নান্নুর, ‘আমরা এখন নিউজিল্যান্ড সফরের দিকে তাকিয়ে আছি। সফরটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আগের সফরে বাজে অভিজ্ঞতা হয়েছিল আমাদের। তবে আমি মনে করি, ক্রিকেটাররা এখন অনেক পরিণত। অনেক দিন পর আমরা তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবো। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আশা করি, জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অভিজ্ঞতা নিউজিল্যান্ডে কাজে লাগাতে পারবো।’
নিউজিল্যান্ড সফরের পর ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। ক্রিকেটের সেরা আসরেও ভালো করতে আশাবাদী প্রধান নির্বাচক, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ জয় দুর্দান্ত সাফল্য ছিল আমাদের জন্য। ঘরের মাঠেও আমরা ওদের ওয়ানডেতে হারিয়েছি। এই দুই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বিশ্বকাপে ভালো করবো আমরা। ইনশাল্লাহ, বিশ্বকাপের আগে আমাদের দল ভালো অবস্থানে থাকবে।’