বাংলাদেশের কোচদের জন্য এএফসি’র সুখবর

18

এতোদিন পর্যন্ত এএফসির বি লাইসেন্স করার সুযোগ ছিল বাংলাদেশের কোচ আগ্রহীদের। এ লাইসেন্স পেতে স্বরণাপন্ন হতে হতো এএফসির দরবারে। দেশের বাইরে গিয়ে লাইসেন্স করে আসতে হতো। তবে, এএফসি সুখবর এনে দিয়েছে আগ্রহীদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এএফসি এ লাইসেন্স ও ডিপ্লোমা করার সুযোগ করে দিয়েছে নিজের ঘরেই।
বাফুফেকে এএফসি এ লেভেল সদস্যপদ দিয়েছে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ অভিভাবক এশিয়ান ফুটবল কনফেডারেশন। দেশের কোচিং উন্নয়নে এটা আগ্রহীদের জন্য বড় খবর। জুলাইয়ের এক তারিখে এএফসির কোচিং সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাফুফেকে দেয়া এএফসির বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ সদস্যপদের মাধ্যমে এএফসির ডিপ্লোমা, বি ও এ কোর্স আয়োজনের সুযোগ পেলো। এএফসি সম্মেলনের শর্তাবলী মেনে সেই আয়োজন করতে পারবে বাফুফে।